1. admin@doiniksokalerbarta24.com : admin :
টাংগাইলের নাগরপুরে আড়াই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে - দৈনিক সকালের বার্তা ২৪ কম

বুধবার, ০৭ মে ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

সর্বশেষ:
দুই মাদক ব্যবসায়ীকে আটক সিপিসি-৩ র‍্যাব ১৪ টাঙ্গাইল টাঙ্গাইলে মাওলানা রহিস উদ্দিনের মৃত্যুর ঘটনায় মানববন্ধন টাঙ্গাইলে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান টাংগাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি টাঙ্গাইলে এক হাজার পিস ইয়াবা উদ্ধার, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২ টাংগাইলের নাগরপুরে আড়াই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে মির্জাপুরে শ্রমিক দল নেতা হত্যায় ২ নারীসহ গ্রেপ্তার ৩ নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী…টুকু রাতের আঁধারে ছেলের কবরে লুকিয়ে মাটি দিলেন বাবা নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ফিলিস্তিন এবং ভারতে গণহত্যা বন্ধের দাবিতে টাঙ্গাইলে হেফাজতের বিক্ষোভ
টাংগাইলের নাগরপুরে আড়াই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে

টাংগাইলের নাগরপুরে আড়াই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে

মোঃকবির হোসেনঃ-
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মেসার্স তিরছা ব্রিকস (এম,টি,বি) ফিল্ডে বিনিয়োগকারিদের অর্থ ফেরত ও প্রতারণার অভিযোগে ভাটা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে (২৮শে এপ্রিল) টাঙ্গাইল আরিচা মহাসড়কে তিরছা ব্রিকসের সামনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারি ও এলাকাবাসি এ মানববন্ধবনের আয়োজন করেন। ভুক্তভোগী গ্রাহক, স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তিরছা ব্রিকসের মালিকরা অগ্রিম টাকা নিয়ে সময় মতো ইট সরবরাহ করেনি। আমাদের প্রতিশ্রুত পণ্য না দিয়ে কয়েক বছর যাবত শুধু কালক্ষেপণ করে যাচ্ছেন। এখন অর্থ ফেরতের জন্য ধর্ণা দিয়েও কোনো সুরাহা হচ্ছে না। বক্তারা আরও অভিযোগ করেন, গ্রাহকদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা নিয়ে মেসার্স তিরছা ব্রিকস এর মালিক মো, নজরুল ইসলাম উধাও। এটি পরিকল্পিত প্রতারণা। টাকা ফেরত চাইলে এখন সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ করেন মানববন্ধনে আসা ভুক্তভোগীরা। এই প্রতারনার ফলে নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তভোগী গ্রাহকরা। বক্তারা তিরছা ব্রিকসের মালিকপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান প্রসাশনের কাছে।
এসময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক বারী, মো. আমিনুল রহমান, ফজলুল হক, শাহজাহান মিয়া, মো. রজব আলী, মোছা. আলো বেগম, প্রমুখ। মানববন্ধনে আরো মো. আনিসুর রহমান (শাহিন), মো. মোকলেছুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. শুভ সরকার, মো. খোকন, মো. নজরুল ইসলাম, মো. শাহজাহান, মো. বিল্পব, টিটু, সবুজসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




মো.সাইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক

আলমগীর হোসেন সম্পাদক ও প্রকাশক দৈনিক সকালের বার্তা ২৪ কম

© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com